ঠাকুরগাঁওঃ আজ ( ৩০ এপ্রিল ) শুক্রবার সকালে কোভিড ১৯ নিয়ন্ত্রণে লক ডাউনের ১৬তম দিনে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টয়লেটের ফিটংস চুরি করে নেওয়ার প্রচেষ্টা কালে আটক হন হাসপাতালের স্টাফ শান্তিনগর নিবাসী বকুল চন্দ্র দাস(২৫), পিতা সুকুমার চন্দ্র দাস।
হাসপাতালের স্টাপ বকুল চন্দ্র দাস মাদক সেবনের টাকার জন্য হাসপাতালের টয়লেটের ফিটংস চুরি করে নেওয়ার সময় স্থানীয় জনসাধারণ তাকে আটক করে গণধোলাইয়ের চেষ্টা করে।
তবে ইতিমধ্যে হাসপাতালের আবাসিক চিকিৎসক উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে জানালে তিনি সদর থানার পুলিশ ফোর্স সহ তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে ঘটনা উদঘাটন করেন এবং তাকে আটক করেন।
এসময় চুরির বিষয়ে তাকে জিজ্ঞেস করলে,সে জানায় মাদক কিনে সেবন করার জন্য চুরির প্রচেষ্টা চলায়। তার অপরাধের জন্য তাকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
আগামীনিউজ/সোহেল